Friday 23 November 2012

মানসিক রোগঃ হাইপোকন্ড্রিয়াসিস


হাইপোকন্ড্রিয়াসিস একটা মানসিক রোগের নাম । আপনাদের কাছে খুবই অপরিচিত আর দুর্বোধ্য মনে হতে পারে। কিন্তু মজার ব্যাপার হল, সাধারনের মাঝে এর সমস্যাটি বেশ দেখা যায়।

এ ধরনের রোগীরা কোনো একটা শরীরি সমস্যা নিয়ে ডাক্তারের কাছে ছুটে যায়। যেমন, তার কিডনী নষ্ট হয়ে গেছে অথবা হার্টের বড় ধরনের কোনো অসুখ আছে। বার বার নানান টেস্ট করিয়ে সবকিছু স্বাভাবিক পাওয়ার পরেও রোগীকে কোনো ভাবে আশ্বস্ত করা যায় না যে, ‘তার এ ধরনের কোনো সমস্যা নেই ।’ এ ধরনের রোগীরা বিভিন্ন ডাক্তারের চেম্বারে ছুটোছুটি করতে থাকে। বাড়তে থাকে ফাইলের পুরুত্ব আর রোগীর পরিবারের লোকজনও একসময় অতিষ্ঠ হয়ে যান। এ একটা সাইকোলজিক্যাল সমস্যা । কাউন্সিলিং আর সাইকোথেরাপী এ রোগীকে এমন দুঃসহ কষ্ট আর যন্ত্রনা থেকে মুক্তি দিতে পারে। 

No comments:

Post a Comment