চিকিৎসকের ভাষায় রোগটির নাম স্যাটিরিয়াসিস। সিগারেট বা মদ ছাড়লে যেমন কয়েকদিন উইথড্রয়াল সিম্পটমস হয়, তেমনই এক ধরনের উইথড্রয়াল সিম্পটমের নাম এই স্যাটিরিয়াসিস। এই রোগটি হয় প্রচণ্ড সেক্স-আসক্তদের হঠাত্ সেক্স বন্ধ হয়ে গেলে। হাজতে স্যাটিরিয়াসিস আক্রান্ত হয়েছেন ধর্ষক বাবাজি গুরমিত রাম রহিম সিং। সেক্সের জন্য কাতরাচ্ছেন তিনি। চলছে চিকিৎসাও।

রোহতকের সুনাইরা জেলে রাম রহিমের কয়েকটি শারীরিক পরীক্ষাও করা হয়েছে। পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, রাম রহিম একজন প্রবল সেক্স-আসক্ত।
No comments:
Post a Comment