Wednesday 22 April 2020

পিরোম্যানিয়া(Pyromania)


আমাদের সমাজে আমরা পিরোম্যানিকদের সাথে পরিচিত নই। তবে এরা কিন্তু সব জায়গায়তে এবং সব দেশেই আছেন।পিরোম্যানিক রোগী আগুন লাগিয়ে আত্মতৃপ্তি এবং মানসিক শান্তি পেয়ে থাকে।
Pyromania: Symptoms, Causes and Treatments
গত ১৭ এপ্রিল ইতালির মিলানে পিরোম্যানিয়া মানসিক রোগে আক্রান্ত হয়ে এক যুবক একের পর এক গাড়ীতে আগুন দেয়। পুলিশ কর্তৃক ধৃত ২২ বছর বয়সী এক বাংলাদেশী যুবক গ্রেফতার হয়। 'করনা' বিধ্বস্ত ইতালির উওরের লোম্বারদিয়া এরিয়ায় চলমান লকডাউন রেড জোনে নিস্তব্ধতার মধ্যেই এই বাংলাদেশী রাতের অন্ধকারে মিলানের বিশ্ববিদ্যালয় এলাকায় গত বেশ ক’দিন ধরেই চোরাগুপ্তা স্টাইলে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ করে আসছিলো। স্বাভাবিকভাবে এই পিরোম্যানিকদের শনাক্ত করা বেশ কঠিন। তবে তাদের কার্যক্রম খুব ভালোভাবে খেয়াল করে পর্যালোচনা করলে বুঝা যায় যে, কোন কারন ছাড়াই পিরোম্যানিক আগুন লাগায়। এতে কোন জানমালের ক্ষতির দিকে তাদের ফোকাস থাকে না। বরং যত বড় আগুন তত বেশী মানসিক শান্তি এরা পায়। সাধারন ভাবে এদেরকে দেখলে কেউ চিন্তাই করতে পারবে না যে, তাকে দিয়ে আগুন লাগানো সম্ভব।

আমাদের সমাজে আমরা পিরোম্যানিকদের সাথে পরিচিত নই। তবে এরা কিন্তু সব জায়গায়তে এবং সব দেশেই আছেন।

No comments:

Post a Comment