Thursday, 22 November 2012

মানসিক রোগ হিসটেরিয়া



হিস্টেরিয়া বলতে সাধারণ অর্থে বোঝায় অনিয়ন্ত্রীত আবেগের আধিক্য । "হিস্টিরিয়াগ্রস্ত" ব্যক্তি প্রায়ই অতিরিক্ত ভয় পেয়ে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অতীত জীবনে ঘটে যাওয়া কোন ঘটনার স্মৃতি এই রোগের কারণ হতে পারে। এই ভয় শরীরের কোন একটি অংশে কেন্দ্রীভূত হতে পারে। অথবা, যেমনটা প্রায়ই দেখা যায়, শরীরের সেই নির্দিষ্ট অংশে কোন কল্পিত সমস্যা হয়ে দেখা দিতে পারে । হিসটেরিয়া এমন একটি রোগ যেখানে স্নায়ুবিক কার্য নষ্ট হয়, যার সঙ্গে কোনো দৃশ্যমান রোগের সংস্পর্শ থাকে না৷
কারণ:



* কখনো কখনো পারিবারিক ইতিহাস থাকে
* মানসিক চাপের কারণে হতে পারে
* ব্যক্তিত্ব সম্পন্ন রোগীর ক্ষেত্রে ঘটে

লক্ষণ:

* সাধারণত যুবক বয়সে বেশি দেখা যায়
* ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়
* হাত ও পা শক্ত হয়ে যায়
* মুখ শক্ত হয়ে যায়
* কঁাপুনি থাকতে পারে
* কথা বলতে পারে না
* চোখে অন্ধকার লাগে
* কানে কম শোনে
* কানে ঝিঁ ঝিঁ শব্দ শোনা যায়
* মাঝে মাঝে মাথা ব্যথা হয়
* বমি হতে পারে৷

চিকিত্‌সা:
দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে৷

পরামর্শ

* রোগীর সঙ্গে আন্তরিকভাবে চলতে হবে৷
* দুশ্চিন্তা-হতাশা কমাতে হবে৷
* ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে৷

* সাইকোথেরাপী নিতে হবে।

No comments:

Post a Comment