Tuesday 1 October 2013

ট্রিকটিলোমেনিয়া

ট্রিকটিলোমেনিয়া এক ধরনের তাড়না যার কারণে ব্যাক্তি নিজের চুল ছিঁড়তে থাকে। এটি হতে পারে নিজের মাথার চুল অথবা আই ভ্রু কিংবা চোখের পাপড়ি। এটা সাধারনত টীন এইজ দের মধ্যে শুরু করে এডালট বয়েসে দেখা যেতে পারে। কেউ কেউ বুঝতে পারে না যে সে নিজের চুল নিজে ছিঁড়ছে আবার কেউ কেউ বুঝতে পারলেও কোন ভাবেই নিজেকে রোধ করতে পারে না।

চুল ছেঁড়ার আগে এরা কোন কারণে মানসিক চাপে থাকে এবং এই চাপ টা কমানোর জন্য চুল ছেঁড়ে এবং এর পর এক ধরনের মানসিক শান্তি পায়। এইমানসিক শান্তি টার জন্য এরা বার বার এই কাজটি করে।



বিশেষজ্ঞরা এর আসল কারণ সনাক্ত করতে না পারলেও গবেষণায় দেখা গেছে কিছু মানসিক কারণ এর সাথে সংযুক্ত যেমন উদ্বিগ্নতা, রাগ, হতাশা, লজ্জা।
এছাড়া হতে পারে না বলা কোন কথা যেমন হতে পারে ছোটবেলার কোন শারীরিক মানসিক অথবা যৌন নির্যাতন। অথবা কোন রকম মানসিক চাপ যেমন পরীক্ষায় ভালো করতে পারার দুশ্চিন্তা।

আমরা অনেকে এটা ভেবে পাই না কেমন করে এই কাজ টি করে থাকে। আমি একজন কে চিনি যে বাচ্চার এ ধরনের আচরণের কারণে বাচ্চা কে অসম্ভব মারে। কিন্তু এই ক্ষেত্রে মারলে অথবা বাচ্চা কে নিয়ে হাসাহাসি করলে প্রবণতা আরও বেড়ে যেতে পারে।
যদি এমন হয় তাহলে অতিসত্বর কোন বিশেষজ্ঞ এর পরামর্শ নেওয়া উচিত। 



http://en.wikipedia.org/wiki/Trichotillomania

No comments:

Post a Comment