Sunday 13 July 2014

মানসিক রোগ বিভাগে ২৭ শয্যায় ৭২ রোগী

নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মানসিক রোগ বিভাগ। ২৭ শয্যাবিশিষ্ট এ বিভাগে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। বাড়তি রোগী থাকলেও তাদের দেখভাল করার জন্য নেই পর্যাপ্ত লোকবল। সংকট রয়েছে পর্যাপ্ত ওষুধেরও।
জানা গেছে, চট্টগ্রাম বিভাগের মানসিক রোগীদের জন্য আধুনিক

সরঞ্জাম সংবলিত চমেক হাসপাতালের মানসিক রোগ বিভাগটি একমাত্র ভরসা। এ বিভাগে প্রতিদিন আউটডোর থেকে ৬৫ থেকে ৭০ জন চিকিৎসা নেন। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। শনিবারের তথ্য অনুযায়ী, ২৭ শয্যাবিশিষ্ট ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। প্রতি শিফটে নার্স রয়েছেন মাত্র একজন। সবকিছু দেখভালের দায়িত্বেও ওয়ার্ডবয় একজন। এর বাইরে বেশ কয়েকজন আয়া ও বয় এ ওয়ার্ডে কর্মরত থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনো বেতন-ভাতা পান না। রোগীদের কাছ থেকে প্রাপ্ত টাকায় চলেন তারা। চিকিৎসাধীন রোগীর কয়েকজন স্বজন জানিয়েছেন, হাসপাতাল থেকে দু-একটি ওষুধ দিলেও অধিকাংশ ওষুধই তাদের কিনে আনতে হচ্ছে। তবে চমেক হাসপাতালের মানসিক রোগ বিভাগের প্রধান ডা. মহিউদ্দিন এ শিকদার দাবি করেন, রোগীরা এখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন। চিকিৎসা ব্যয় অত্যন্ত কম হওয়ায় যে কোনো মানসিক রোগীকে চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। 
-যুগান্তর

No comments:

Post a Comment