Tuesday 27 September 2016

মানসিক রোগীকে ‘পাগল’ না বলাই শ্রেষ্ঠ চিকিৎসা




মানসিক  ভারসাম্যহীন কোন রোগীকে ‘পাগল’ না বলাই হতে পারে তার জন্য শ্রেষ্ঠ চিকিৎসা। মানসিক রোগীদের প্রতি অবহেলা বা তাচ্ছিল্য না করে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা, সঠিক চিকিৎসা প্রদান এবং পারিবারিক সহায়তার মাধ্যমে সুস্থ্য করা সম্ভব। এটাই হতে পারে তাদের প্রতি আমাদের সন্মান জানানো! 


 বাংলাদেশে  মানসিক রোগীদের  সংখ্যা  দিন দিন বাড়ছে। বর্তমানে দেশে মানুষিক স্বাস্থ্য সেবায়  প্রায় ১৮৯ জন সাইকোলজিস্ট ও 
মাত্র  কয়েকজন সাইকো থেরাপিস্ট রয়েছেন।  এছাড়া ৭০০ জন সাধারণ চিকিৎসককে এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সারাদেশে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে মানুষিক রোগীদের চিকিৎসার জন্য মাত্র ৮২৮টি শয্যা রয়েছে।

দেশের জনসংখ্যার ১৬ দশমিক একভাগ লোক কোনো না কোনোভাবে মানসিক রোগী। এর মধ্যে নারীদের সংখ্যা বেশি। শিশুদের ক্ষেত্রে এ রোগের হার ১৮ দশমিক চার শতাংশ।


No comments:

Post a Comment