Wednesday 16 November 2016

"বাংলাদেশ সিন্ড্রোম"

"বাংলাদেশ সিন্ড্রোম"
আমরা যারা সুইডেনে হাসপাতালে মানসিক বিভাগে কাজ করি, তারা এই সিন্ড্রোমের সাথে পরিচিত। সুইডেনে যারা এসাইলাম সিক করেছেন বা আশ্রয়প্রার্থী বা দীর্ঘদিন অবস্থানের পরও stay permit পাননি, তারা বিভিন্ন ভাবে stay permit পাবার চেষ্টা করেন। এরকম অনেক চেষ্টার মধ্যে হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি হয়ে মানসিক রুগী সাজার চেষ্টা করেন, যাতে করে stay permit পাওয়া যায়।
এ সময় এই সব তথাকথিত রোগীরা গোসল করেন না,চুল আচঁড়াবেন না, খাওয়া-দাওয়া বন্ধ করে দেন, দাঁত ব্রাশ করবেন না,বাঁচতে চান না, আত্মহত্যার চেষ্টা করেন, এমনকি কথা বলাও বন্ধ করে দেন। আবার এ সমস্ত রোগী যখন যেদিন থাকার পারমিশন পান, ঐ দিনই গোসল, খাওয়া-দাওয়া শুরু করেন এমন কি চুলে জেল দিয়ে ফিটবাবু হয়ে বাড়ীতে যাবার বায়না ধরেন। যা নাকি সিজোফ্রেনিয়া, ট্রমা, বাইপোলার, ডিপ্রেশন বা কোন মানসিক রোগের মধ্যে পড়েনা এবং সাংঘার্সিক।
এ ধরনের রুগী বেশীরভাগই বাংলাদেশী হওয়াতে সুইডেনের হাসপাতালগুলির মানসিক বিভাগে এসাইলাম সিকার বা আশ্রয়প্রার্থীদের "বাংলাদেশ সিন্ড্রোম" নামে "কোড" ব্যাবহার করা হয়।

No comments:

Post a Comment