Saturday 11 July 2015

১৬টি প্রশ্নে চিনে নিন 'সাইকোপ্যাথিদের'

১৬টি প্রশ্নে চিনে নিন 'সাইকোপ্যাথিদের' !! আপনার আশেপাশেই আছে সাইকোপ্যাথ !!! 

মনোবিজ্ঞানীরা 'সাইকোপ্যাথ' শব্দের ব্যাখ্যা বহুবার বদলেছেন। 
সমাজব্যবস্থার সঙ্গে চরমভাবে বিপরীতমুখী এসব মানুষদের অনেক সময় 'সাইকোপ্যাথ' বলেন মনোবিজ্ঞানীরা।
 ড. হার্ভে ক্লেকলে তার ১৯৪১ সালের সাইকোপ্যাথি নোটে লিখে গেছেন, এদের সহজে বোঝা যায় না। 
কারণ "এদের সমস্যার কোনো লক্ষণ নেই""।  

তবে ১৬টি বৈশিষ্ট্য রয়েছে যার দ্বারা এসব সামাজিক মানসিক রোগীদের চিহ্নিত করা যায়। কারো মাঝে এই বৈশিষ্ট্য বুঝতে চিকিৎসকরা সাধারণ এই প্রশ্নগুলোই করেন। দেখে নিন, এসব প্রশ্নের জবাব আপনি বা আপনার আশপাশে
কারো মাঝে খুঁজে পাওয়া যায় কিনা? 

১. আপনি কি আপাতদৃষ্টিতে নিজেকে বুদ্ধিমান এবং পছন্দনীয় বলে মনে করেন? 
সাইকোপ্যাথিদের জবাব হবে 'হ্যাঁ'।

২. উল্টা-পাল্টা বা ভুল চিন্তার লক্ষণ কি প্রকাশ পায়? 
সাইকোপ্যাথরা এর জবাবে সাধারণত 'না' বলবেন।


৩. আপনি কি খুব বেশি স্নায়ুচাপে ভোগেন? 
তারা সাধারণত একেবারেই চাপ অনুভব করেন না।

৪. আপনি কি নির্ভরযোগ্য? 
এদের ওপর নির্ভর করা যায় না।

৫. আপনি কি মিথ্যা বলেন বা দায়িত্বহীন কাজ করেন? 
যখন কোনো প্রশ্নের জবাব তাদের চরিত্রের সঙ্গে খাপ খায়, তখন তারা মিথ্যা বলতে প্রস্তুত থাকেন।

৬. আপনি কি অনুতাপ বা লজ্জাবোধে ভোগেন? 
সাইকোপ্যাথরা কিন্তু অনুতাপে ভোগেন না। 

৭. কোনো কারণ ব্যতীত আপনার আচরণ কি সমাজবিরোধী হয়? 
এরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে সমাজবিরোধী আচরণ করেন।

৮. আপনার কি বিচারবুদ্ধি কম এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারেন না? 
এরা নিজেকে সবার চেয়ে বেশি স্মার্ট মনে করেন।

৯. আপনি কি অহংবোধে ভোগেন এবং ভালোবাসতে পারেন না? 
সাইকোপ্যাথরা আসলেই এমন হয়ে থাকেন।

১০. আপনি কি আবেগের দিক থেকে প্রতিক্রিয়া দেখাতে পারেন না? 
এরা সাধারণত অন্য মানুষের মতো আবেগী হয়ে উঠতে পারেন না।

১১. আপনি কি চিন্তামগ্ন হতে পারেন? 
এ ধরনের মানসিক রোগীরা চিন্তাশীল নন।

১২. সামাজিকভাবে আপনি কি প্রতিক্রিয়াশীল? 
এরা সামাজিকভাবে মিথ্যা প্রতিক্রিয়া দেখিয়ে থাকেন।

১৩. যেকোনো পার্টিতে গিয়ে কি আপনি দারুণ পাগলাটে হয়ে ওঠেন? 
মজার পার্টিতে তারা আসলেই আমুদে থাকেন।

১৪. আপনি কি মিথ্যা আত্মহত্যার ভয় দেখান? 
হ্যাঁ, এরা মাঝে মধ্যে নাটকীয় আচরণ করেন।

১৫. যৌনতার ক্ষেত্রে আপনি কি আবেগহীন আচরণ করেন? 
এরা ভালোবাসা এবং যৌন আচরণে যন্ত্রের মতো থাকেন।

১৬. পরিকল্পনা অনুযায়ী জীবনযাপনে ব্যর্থ হয়েছেন? 
এরা পরিকল্পনামতো চলতে পারে না।  

সূত্র : বিজনেস ইনসাইডার

1 comment: