বইয়ের প্রতি ভয় বা বই পড়ার ভয়কে বিবলোফোবিয়া বলা হয়। গ্রীক শব্দ ‘Biblio’ থেকে পুরা বাক্য Bibliophobia হয়েছে।
এই ভয় সাধারণত ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশী দেখা যায়। তবে বড়দের মধ্যেও এই ফোবিয়াতে আক্রান্তের সংখ্যা কম নয়। এরা বই দেখলে প্রচুর ভয় পায়, অনেকটা আতঙ্কে ভূগে থাকেন। অনেকের আবার ঘুম পায়। পরিসংখ্যানে প্রতি দশ জন ছাত্রের মধ্যে দুইজন এই ফোবিয়াতে আক্রান্ত হয়ে থাকে।
No comments:
Post a Comment